Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

পরীক্ষা ভালো করার ৫ দোয়া

 

১. رَبِّ زِدْنِي عِلْمًا 

উচ্চারণ: রব্বি জিদনি ইলমা। 

অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বাড়িয়ে দেন। (সুরা তহা: ১১৪)


২. رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى 
উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি। 
অর্থ: হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দেন, আমার কাজ সহজ করে দেন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দেন, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা তহা: ২৫-২৮)

 

৩. اللَّهُمَّ أَيِّدْني بِرُوحِ الْقُدُسِ 
উচ্চারণ: আল্লাহুম্মা আইয়িদনি বেরুহিল কুদুস। 
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে পবিত্র আত্মার মাধ্যমে শক্তি বৃদ্ধি করুন। (বুখারি: ৪৫৩; মুসলিম: ২৪৮৫)

 

৪.  ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار 
উচ্চারণ: আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি। 
অর্থ: হে আল্লাহ! আমাকে আপনি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দেন এবং আমার জ্ঞান বাড়িয়ে দেন এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (তিরমিজি: ৩৫৯৯; ইবনে মাজাহ: ২৫১)

 

৫. رَبِّي يَسِّرْ وَلاَ تُعَسِّرْ وَتَمِّمْ بِالْخَیْر 
উচ্চারণ: রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর 
অর্থ: হে আমার প্রতিপালক! আপনি সহজ করে দেন, কঠিন করবেন না এবং কল্যাণের সঙ্গে সমাপ্ত করে দেন। (বায়হাকি কুবরা: ৭০০৩, ১১২৯৯)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ