Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শ্রীপুরে রেললাইনে ত্রুটি, লাল ওড়না দেখে থামল ট্রেন

 

গাজীপুরের শ্রীপুরের বালিয়াপাড়া গ্রামে রেললাইনে ফাটল দেখে সংকেত দিয়ে ট্রেন থামিয়েছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকালে বালিয়াপাড়া এলাকায়ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে রেললাইনে ত্রুটি দেখে লাল ওড়না উড়িয়ে সংকেত দিয়ে বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন থামিয়েছেন স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বালিয়াপাড়া গ্রামে শ্রীপুর ও কাওরাইদ রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের লোকজন এসে তাৎক্ষণিক ত্রুটি সারিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।

রেলওয়ের কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে জারিয়ামুখী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন আসার আগে বালিয়াপাড়া গ্রামে রেললাইনের একটি অংশে ত্রুটি দেখতে পান ওই গ্রামের এক বাসিন্দা। খবর পেয়ে সেখানে স্থানীয় আরও অনেকেই জড়ো হন। তাঁরা রেললাইনের একটি অংশে ফাটল দেখতে পান। লাইনের একপাশ বিপজ্জনকভাবে উঁচু হয়ে ছিল। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন সে সময় ওই পথে চলাচল করার ট্রেন থামানোর প্রস্তুতি নেন। বলাকা কম্পিউটার এক্সপ্রেস ট্রেন আসার সময় তাঁরা একটি লাল ওড়না দেখিয়ে সংকেত দেন। সংকেত দেখতে পেয়ে ট্রেনটি নিরাপদ দূরত্বে থামিয়ে ফেলেন লোকোমাস্টার। এরপর কাওরাইদ রেলস্টেশন থেকে ট্রেনের কর্মীরা এসে ক্ষতিগ্রস্ত লাইন ঠিক করে ট্রেন চলাচলের উপযোগী করেন।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান বলেন, ‘শ্রীপুর-কাওরাইদ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। অনেক সময় রেললাইনে এমন ফাটল দেখা দিতে পারে। স্থানীয় লোকজনের চেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা রোধ করা গেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ